ইসলামী ব্যাংকে লোন নেওয়ার পদ্ধতি 2022-হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আবারো স্বাগত জানাই আমাদের ওয়েবসাইটে। আজকে নতুন একটি টপিকস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা রাখি আজকের এই নিবন্ধটি আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন বন্ধুরা মূল আলোচনায় চলে যাওয়া যাক।
এই নিবন্ধনের মূল আলোচনার বিষয় হলো ইসলামী ব্যাংকে লোন নেওয়ার পদ্ধতি এবং লোনের প্রকারভেদ। যে সকল বন্ধুরা ইসলামী ব্যাংকে লোন নিতে চাচ্ছেন কিন্তু কিভাবে নিবেন এবং কি কি ডকুমেন্ট লাগে তা জানেনা, সে সকল বন্ধুদের জন্য আমাদের আজকের এই নিবন্ধনটি নিখুঁতভাবে সাজানো হয়েছে। আপনারা চাইলে ইসলামী ব্যাংকে লোন নেওয়ার ক্ষেত্রে এখান থেকে সকল তথ্য সংগ্রহ করে এবং কি কি ডকুমেন্ট লাগে তা জেনে আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকের শরণাপন্ন হতে পারেন।
ইসলামী ব্যাংকে লোন নেওয়ার পদ্ধতি 2022
প্রাচীনকাল থেকেই ঋণ প্রথা চালু হয়ে আসছে। প্রতিটি মানুষ তার জীবন যাত্রায় পরিবর্তন আনতে চায়। আর সেই পরিবর্তনের জন্য অর্থের প্রয়োজন। মানুষ সামাজিক জীব। এই সমাজে বসবাস করতে গিয়ে অনেক কিছুরই প্রয়োজন পড়ে। প্রাচীন যুগে মানুষ তার জীবিকা নির্বাহের জন্য পরিবারের ভরণপোষণের জন্য কৃষি কাজ করার জন্য জমিদার কিংবা রাজাদের কাছ থেকে ঋণ নিয়ে সুবিধা গ্রহণ করত।
কিন্তু কালের বিবর্তনে সেই প্রথা আর নেই। বর্তমান যুগে মানুষকে ঋণ দেওয়ার জন্য অনেক সরকারি বেসরকারি কমার্শিয়াল ব্যাংক বিভিন্ন এনজিও প্রতিষ্টিত হয়েছে। তার এই আলোকে আজকে আমরা ইসলামী ব্যাংকের লোন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ইসলামী ব্যাংকের লোন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পুরো নিবন্ধনটি মনোযোগ সহকারে পড়ুন।
আরো পড়ুনঃ ইসলামী ব্যাংকে সেলফিন (CellFin) একাউন্ট এর সুবিধা ও একাউন্ট খোলার নিয়ম 2022
ইসলামী ব্যাংকে লোন নেওয়ার পূর্ব শর্ত
ইসলামী ব্যাংক ঋণ প্রদানের লক্ষ্যে কিছু নীতিমালা বা পূর্ব শর্ত রয়েছে। যেকোনো ব্যক্তি এই ব্যাংকে ঋণ গ্রহণের জন্য অবশ্যই ব্যাংকের প্রয়োজনীয় নীতিমালা পালন করতে হবে।পূর্বশর্তগলো হলোঃ-
1.এই ব্যাংকে লোন নেয়ার জন্য প্রথমে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। আপনি যদি ইসলামী ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে সহজেই ওই ব্যাংক থেকে লোন নিতে পারবেন।
2.বাংলাদেশের নাগরিক হতে হবে
3.ঋণ গ্রহণের জন্য ব্যক্তির অবশ্যই 26 বছর কিংবা তার অধিক বয়স হতে হবে।
4.জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।
5.ব্যক্তির অবশ্যই মাসিক ইনকাম থাকতে হবে।
ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি
ইসলামী ব্যাংকে ১৫ ধরণের বিনিয়োগ পদ্ধতি রয়েছে।আপনারা চাইলে এখান থেকে আপনার যে বিনিয়োগ পদ্ধতি নিতে ইচ্ছুক তা ইসলামী ব্যাংকের মাধ্যমে নিতে পারেন।
1) Household Durables Scheme (HDS).”গৃহস্থালি টেকসই ব্যবস্থা”
2) Investment Scheme for Doctors (ISD)””ডাক্তারদের জন্য বিনিয়োগ ব্যবস্থা
3)“Transport Investment Scheme (TIS)””পরিবহন বিনিয়োগ ব্যবস্থা
4)“Car Investment Scheme (CIS)””কার বিনিয়োগ ব্যবস্থা(সিআইএস)”
5)“Small Business Investment Scheme (SBIS)””ক্ষুদ্র ব্যবসা বিনিয়োগ ব্যবস্থা
6)“Micro Industries Investment Scheme (MIIS)””মাইক্রো ইন্ডাস্ট্রিজ বিনিয়োগ ব্যবস্থা
7)“Agricultural Implement Investment Scheme (AIIS)””কৃষি বাস্তবায়ন বিনিয়োগ ব্যবস্থা
8)“Housing Investment Program (HIP)””হাউজিং ইনভেস্টমেন্ট প্রোগ্রাম
9)“Real Estate Investment (Commercial & Working Capital)””রিয়েল এস্টেট বিনিয়োগ (বাণিজ্যিক ও কার্যকরী মূলধন)”
10) Agricultural Investment of IBBL। ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ
11) NRB (Non Resident Bangladeshi) Entrepreneurs Investment Scheme(NEIS).এনআরবি (অনাবাসী বাংলাদেশি) উদ্যোক্তা বিনিয়োগ ব্যবস্থা (এনইআইএস)
12)Women Entrepreneurs Investment Scheme (WEIS).মহিলা উদ্যোক্তা বিনিয়োগ ব্যবস্থা
13)“Housing Investment Programme for the Govt. Employees (HIPGE)”“সরকারের জন্য হাউজিং ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। কর্মচারী
14)“Palli Griho Nirman Beniyog Prakalpa (PGNBP)””পল্লী গৃহ নির্মাণ বিনিয়োগ প্রকল্প “
15)“Solar Panel Investment Scheme (SPIS)””সৌর প্যানেল বিনিয়োগ প্রকল্প
ইসলামী ব্যাংকে লোন নেওয়ার পদ্ধতি 2022
1) Household Durables Scheme (HDS).”গৃহস্থালি টেকসই ব্যবস্থা”
উদ্দেশ্য
স্থায়ী আয় গোষ্ঠীর জীবনযাত্রার মান এবং জীবনযাত্রার মান বৃদ্ধি করে তাদের গৃহস্থালী সামগ্রী ক্রয়ের জন্য বিনিয়োগ সুবিধা সম্প্রসারিত করাই হলো এই বিনিয়োগের মূল উদ্দেশ্য।
কারা আবেদন করতে পারবেন
সরকারের স্থায়ী কর্মকর্তারা / আধা-সরকারি / স্বায়ত্তশাসিত সংস্থা / কর্পোরেশন / ব্যাঙ্ক ও এফআই / প্রতিরক্ষা বাহিনী / মাদ্রাসা / স্কুল / কলেজ / বিশ্ববিদ্যালয়ের শিক্ষক / ব্যবসায়ী / মেট্রোপলিটন এবং অন্যান্য জেলা সদর দফতরের বাড়ির মালিক / পেশাদার (ডাক্তার / প্রকৌশলী / আইনজীবী ইত্যাদি) / বিদ্যমান ক্লায়েন্ট / মজুরি উপার্জনকারী / বিশ্ববিদ্যালয় / মেডিকেল ছাত্র / বিখ্যাত প্রাইভেট ফার্মের কর্মকর্তারা এই বিনিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
পণ্য/আইটেমের ধরণ
ইলেকট্রনিক্স এবং বৈদ্যুতিক পণ্য, মোটর সাইকেল / বাই-সাইকেল, আসবাবপত্র / ফিক্সচার, অলঙ্কার, চিকিৎসা ও প্রকৌশল শিক্ষার্থীদের জন্য যন্ত্রপাতি / সরঞ্জাম ইত্যাদি ক্রয়ের জন্য বিনিয়োগ দিয়ে থাকে।
বিনিয়োগের ধরণ
বাই-মুয়াজ্জাল / এইচপিএসএম (আইটেমগুলির ধরণ অনুযায়ী)
বিনিয়োগের সময়কাল
বিনিয়োগ পরিশোধের মেয়াদ থাকে সর্বোচ্চ ৪ বছর।
বিনিয়োগ পরিশোধের হার
9.00% বা হার সময়ে সময়ে ব্যাঙ্ক দ্বারা নির্ধারিত হবে।
বিনিয়োগের পরিমাণ
জামানত ছাড়া 0.20 মিলিয়ন টাকা এবং জামানত সহ 1.00 মিলিয়ন টাকা পর্যন্ত বিনিয়োগ দিয়ে থাকে।
ব্যাংকের অংশগ্রহণ
i ভোগ্যপণ্যের ক্ষেত্রে: বিনিয়োগের ন্যায্যতার অনুপাত 30 : 70
ii. ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে (ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, মোবাইল ইত্যাদি) : বিনিয়োগের ন্যায্যতার অনুপাত 70 : 30
ইসলামী ব্যাংকে লোন নেওয়ার পদ্ধতি 2022
আবেদনকারীর বয়সসীমা
ছাত্রদের- ন্যূনতম 18 বছর হতে হবে; অন্যান্য – সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 65 বছর হতে হবে।যাদের পর্যাপ্ত জামানত, সামাজিক রেপুলেটিন, টেকসই আয়, সুস্থ শরীর এবং সক্ষম উত্তরসূরি রয়েছে,তাদের জন্য বয়সের সীমা 70-বছর পর্যন্ত শিথিল করা যেতে পারে ।
নিরাপত্তার জন্য যা যা লাগবে
অভিভাবকের সম্মতি+ পত্নী / অভিভাবক / নিকটাত্মীয়ের গ্যারান্টি +আবেদনকারীর প্রশংসাপত্র / লিকুইড সিকিউরিটিজ / পোস্ট ডেটেড চেক / জামানত সহ (যদি প্রযোজ্য হয়) সকল ডকুমেন্টের স্ক্যানিং কপি জমা দিতে হবে।
কিভাবে আবেদন করতে হবে
আপনি যদি এই বিনিয়োগের জন্য আবেদন করতে চান,তাহলে আপনাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নিকটস্থ শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
আরো পড়ুনঃ