উইলিয়াম শেক্সপিয়ারের জীবনী

উইলিয়াম শেক্সপিয়ারের জীবনী সম্বন্ধে প্রায়  অনেক কিছুই  অজানা  রয়েছে  অনেকের কাছে । আপনারা যারা এই বিখ্যাত  ব্যক্তিটির সম্পর্কে  কোন তথ্য সংগ্রহ করতে চান তাহলে আমাদের এই  পেজটি অনুসরণ করতে পারেন।

এই পেজে উইলিয়াম শেক্সপিয়ার এর জীবনে ঘটে যাওয়া অনেক জানা অজানা তথ্য  সংগ্রহ করে এখানে উপলব্ধ  করা হয়েছে। বিশ্বের ইতিহাসে উইলিয়াম শেকসপিয়র এক বিস্ময়।

সর্বকালের সর্বকালের  সর্বশ্রেষ্ঠ নাট্যকার ও ইংরেজ কবি যার সৃষ্টি সমন্ধে এত বেশি আলোচনা  হয়েছে তার অর্ধেকেরও অন্যদের নিয়ে হয়েছে কিনা সন্দেহ।

অথচ এই বিখ্যাত ব্যক্তিটির জীবনী সম্বন্ধে প্রায়  অনেক কিছুই  অজানা  রয়েছে  অনেকের কাছে।

আরো পড়ুনঃস্বামী বিবেকানন্দের জীবনী

উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম:

 ১৫৬৪ খ্রিস্টাব্দের ২৩  এপ্রিল এই মহান ব্যক্তি  জন্মগ্রহণ করেন। শেক্সপিয়ার  ইংল্যান্ডের ইয়র্কশায়ারের অন্তর্গত জীবন নদীর তীরে স্ট্রিটফোর্ড  শহরে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন।

শেক্সপিয়ার কে ইংরেজি ভাষার  সর্ব শ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাটকের মনে করা হয়।

উইলিয়াম শেক্সপিয়ার কে লন্ডনের জাতীয় কবি এবং বার্ড অফ অ্যাভন নামেও অভিহিত করা হয়।শেক্সপিয়ার এর পিতার নাম জন শেক্সপিয়ার এবং মাতার আর নাম মেরি আর্ডেন।

 শেক্সপিয়ারের পিতা মাতা উভয়েই আর্ডেন পরিবারেরই ছিলেন।  শেক্সপিয়র “As you like it” নাটকে মায়ের নাম কে অমর করে রেখেছেন।

শেক্সপিয়র এর বৈবাহিক ও পারিবারিক  জীবন:

উইলিয়াম শেকসপিয়র ১৮ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই ইংরেজ কবির স্ত্রীর নাম ছিলেন  নাম ছিলেন “এ্যানি হাথাওয়েকে”। এ্যানি হাথাওয়েকে শেক্সপিয়ারের থেকে আট বছরের বড় ছিলেন। 

বিবাহের কয়েক মাসের মধ্যেই অ্যানি এক কন্যা সন্তানের জন্ম দেন। শেক্সপিয়ার ও অ্যানির সন্তানের নাম রাখা হয়েছিল “সুসানা”।

এর ২ বছর পরে এ্যানি আরো দুটি জমজ সন্তানের জন্ম দেন। ছেলে হ্যামলেট মাত্র ১ বছর বেঁচে ছিলেন। 

উইলিয়াম শেক্সপিয়ারের জীবনী

শেক্সপিয়ার কে সংসার নির্বাহের জন্য নানান কাজকর্ম করতে হতো।শোনা যায় তিনি একবার ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে  স্যার টমাসের একটা হরিণকে হত্যা করেছিলেন। 

গ্রেফতারী পরোয়ানা জারী এড়াতে তিনি পালিয়ে লন্ডনে আসেন। কিন্তু এই কাহিনী কতটা সত্য সে বিষয়ে এখনও জানা যায় নি। তবে যে কারণেই হোক তিনি স্টাডফোড ত্যাগ করে লন্ডনে শহরে আসেন। 

শেক্সপিয়ারের নাট্যজগৎ:

শেক্সপিয়র অচেনা শহরে এসে কাজের সন্ধান করতে থাকেন। এভাবে ঘুরতে ঘুরতে তিনি  পেশাদারী রঙ্গমঞ্চে সাথে পরিচিত হন। নাট্যজগতের সাথে তিনি প্রত্যক্ষ পরিচয়ই তার অন্তরের সুপ্ত প্রতিভার বীজকে ধীরে ধীরে অঙ্কুরিত করে তোলে।

 শেক্সপীয়র ১৫৯১ থেকে ১৫৯২ সালের তার নাটকের সুত্রপাত করেন। এই সময় তিনি তার ঐতিহাসিক   হেনরি ভি আই(V I) নাটকের তিন খন্ড রচনা  করেন।

এর পরের বছর তিনি তার লেখা বিখ্যাত নাটক রিচার্ড থ্রি নাটকের প্রকাশে অনেক সফলতা অর্জন করেন।

একদিন যিনি তুরস্কের করার মত স্টার্টফোর্ড ছেড়ে পালিয়ে এসেছিলেন, সেখানেই তিনি বিরাট এক সম্পত্তি কিনেছিলেন।

 ইতোপূর্বে লন্ডন শহরে একটা বাড়ি কিনে ফেলেছিলেন। ১৬১০ সাল পর্যন্ত তিনি এই বাড়িতে বসবাস করেছিলেন। 

শেক্সপিয়ার কবি ও সাহিত্যিক:

উইলিয়াম শেক্সপিয়ার পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর উত্তরন ঘটিয়েছেন। ক্ষুদ্র দিঘির মধ্যে এনেছেন সমুদ্রের বিশালতা।শেক্সপিয়রের কাব্য ভেনাস এবং অ্যাডোনিস।

শুধু নাটক নয়, কবি হিসেবেও তিনি পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের অন্যতম। তার প্রতিটি কবিতায় এক অপূর্ব কাব্য দ্যুতিতে উজ্জল। 

উইলিয়াম শেকসপিয়র দুটি কাব্য এবং ১৫৪ টি কাব্য রচনা করেছেন।  মানুষের অন্তরে দেহগত কামনার  সাহিত্য তার প্রকাশ ঘটেছে রেনেসাঁর  উত্তর-পূর্বে।

একদিকে দেহগত কামনা অন্যদিকে মূর্ত হয়ে উঠেছে ভেনাস এবং অ্যাডোনিসে।রচনাকাল অনুসারে শেক্সপীয়রের নাটকগুলি তে প্রধানত চার ভাগে ভাগ করা হয়েছিল।

 ১৫৮৮-১৫৯৬ সাল পর্যন্ত প্রথম ভাগের বিস্তার করা হয়েছিল। 

শেক্সপিয়ারের বিখ্যাত  নাটক সমূহের নাম:

১ঃ রিচার্ড থ্রি

২ঃ কমেডি অব এররস 

৩ঃ টেমিং অফ দি শ্রু

৪ঃ রোমিও জুলিয়েট 

৫ঃ ট্রাজেডি-হ্যামলেট 

৬ঃ ওথেলো 

৭ঃ কিং লিয়ার 

৮ঃ ম্যাকবেথ 

 ৯ঃ জুলিয়াস সিজার 

উইলিয়াম শেকসপিয়রের শেষ পর্বে পাঁচটি নাটক  রচনা করেছিলেন। তার মধ্যে দুটি ছিল অসমাপ্ত আর আর তিনটি ছিল সমাপ্ত। এদের মধ্যে উল্লেখযোগ্য দিক টেম্পেস্ট। 

শেক্সপিয়ারের কমেডিঃ

১ঃ কমেডি হল লাভস লেবার লস্ট

২ঃ দি টু জেন্টলম্যান অফ ভেরোনা

৩ঃ দিতে টেমিং অফ দি শ্রু

৪ঃ কমেডি অফ এররস 

৫ঃ এ মিড সামার নাইটস ড্রিম।

৬ঃ অ্যাজ ইউ লাইক ইট। 

উইলিয়াম শেক্সপিয়ারের জীবনী

এই নাটকগুলোর প্রতিটি চরিত্রই জীবন্ত প্রানবন্ত সজীবতায়  ভরপুর। এই নাটক কমেডি গুলোর মধ্যে হাসি কান্না সুখ-দুঃখের এক আশ্চর্য সংমিশ্রণ ঘটেছে। শেক্সপিয়রের উল্লেখযোগ্য জুলিয়াস সিজারের নাটকের মুখ্য চরিত্র ছিলেন সীজারম,ব্রুটাস এবং অ্যান্টনি।

উইলিয়াম শেক্সপিয়রের যৌনতা:

শেক্সপিয়ারের যৌনতা বিষয়টি বহুল বিতর্কিত বিষয়। কাব্যসুত্রে জানা যায়, তিনি তার থেকে বয়সে  ৮ বছরের বড় এমন একজনকে বিয়ে করেছিলেন। 

কিন্তু জানা যায় তিনি শুধু এখানেই  সীমাবদ্ধ ছিলেন না গবেষকদের মতে তিনি অারো একাধিক নারীর সঙ্গে মিলিত হয়েছিলেন।

এমন কি তার সমন্ধে এমনও কিছু শোনা যায় যে তিনি পুরুষ মানুষের প্রতিও যৌন আকর্ষণ অনুভব করতেন।

তবে তার ব্যাক্তিগত জীবনী সংক্রান্ত প্রত্যক্ষ ও নির্ভরযোগ্য তথ্য প্রমাণের স্বল্পতার কারণে এই তথ্য প্রকৃতিগতভাবে আনুমানিক।যাইহোক, প্রচলিত ধারণা অনুযায়ী  উইলিয়াম শেক্সপিয়র  ছিলেন উভকামি

SEXPIAR

শেক্সপিয়ারের শেষ জীবনী :

উইলিয়াম  শেক্সপিয়ার যে তারিখে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ ১৬১৬ সালের ২৩ এপ্রিল  তিনি  মৃত্যুবরণ করেন।

ধন্যবাদ,সম্পুর্ণ নিবন্ধটি পড়ার জন্য।এই রকম আরো জীবনী জানতে আমাদের পেজের সাথেই থাকুন।

Leave a Comment