বিকাশ একাউন্ট খোলার নিয়ম,একাউন্ট খুলতে কি কি লাগে- ২০২২

বিকাশ একাউন্ট খোলার নিয়ম-২০২২,বিকাশ অ্যাকাউন্ট খোলার নিয়ম খুবই সহজ। এখন অ্যাপের মাধ্যমে ঘরে বসে বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে। বাড়িতে বিকাশ অ্যাকাউন্ট খুলতে শুধুমাত্র একটি স্মার্টফোন এবং ভোটার আইডি কার্ড প্রয়োজন। এছাড়া বিভিন্নভাবে বিকাশ হিসাব খোলা যায়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বিকাশ অ্যাকাউন্ট খোলার নিয়ম জানেন না, যার কারণে আমরা প্রায়ই টাকা লেনদেন করতে অনেক অসুবিধার সম্মুখীন হই।

নতুন বিকাশ একাউন্ট খোলা একদম সিম্পল ! বর্তমানে সকল এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, গ্রামীণফোন এবং রবি গ্রাহকগণ বিকাশ একাউন্ট খুলতে পারবেন নিজের ফোন থেকেই! বিকাশ অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকেই ঘরে বসে একাউন্ট খুলতে পারবেন নিচের ধাপগুলো অনুসরণ করে।

আপনি যদি এখনও বিকাশ অ্যাকাউন্ট না খুলে থাকেন তবে বিকাশ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি 200 টাকা বোনাস পাবেন, সেইসাথে কেনাকাটা এবং অর্থপ্রদানের উপর বিভিন্ন অফার তো থাকবেই।

সুতরাং, আপনি যাতে এই সুবিধাগুলি এবং অফারগুলি মিস না করেন, তাই আজ আমরা বিকাশ অ্যাকাউন্ট খোলার নিয়ম 2022 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যাতে আজকের নিবন্ধটি পড়ার পরে, আপনি নিজেই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন।

বিকাশ বর্তমান সময়ের জন্য একটি বহুল ব্যবহৃত এবং বিশ্বস্ত মোবাইল ব্যাংকিং পরিষেবা। টাকা লেনদেনের জন্য আমরা প্রতিনিয়ত বিকাশ ব্যবহার করি। এই উন্নয়নের মাধ্যমে আমরা খুব দ্রুত এবং নিরাপদে টাকা লেনদেন করি। বিকাশ মূলত ব্র্যাক ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা।

ধরতে গেলে, বিকাশ আমাদের লেনদেনকে আরো সহজ করে দিয়েছে। তাই আজকাল প্রত্যেকের জন্য অন্তত একটি বিকাশ ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকা জরুরি। এছাড়াও, বিভিন্ন সময়ে রেফার অফারের মাধ্যমে বিকাশে অর্থ উপার্জনের উপায় রয়েছে। তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক কিভাবে বিকাশ একাউন্ট খুলবেন।

অ্যাপ থেকে নতুন একাউন্ট খুলতে নিচের ধাপগুলো অনুসরণ করুন

বিকাশ লেনদেনের সবচেয়ে দ্রুত ও নিরাপদ মাধ্যম। বিকাশ আপনাকে দেয় সেন্ড মানি, অ্যাড মানি, পে বিল, মোবাইল রিচার্জ এবং পেমেন্টসহ লাইফ সিম্পল করার সব সার্ভিস।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম-২০২২

অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খোলার জন্য যা যা লাগবে:

  • স্মার্টফোন
  • মূল ভোটার আইডি কার্ড

ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম:

(ⅰ) প্রথমে আপনাকে আপনার মোবাইলে একটি নতুন বিকাশ অ্যাপ ডাউনলোড করতে হবে।ডাউনলোড করার জন্য প্লে স্টোর গিয়ে সার্চ বক্সে গিয়ে bkash টাইপ করুন। এখান থেকে বিনামূল্যে ডাউনলোড করে ইন্সটল করুন।

(ⅱ) এরপর লগিন/রেজিস্ট্রেশন এ ট্যাপ করুন।বিকাশ একাউন্ট খোলার নিয়ম,একাউন্ট খুলতে কি কি লাগে- ২০২২

(ⅲ) ইনস্টল সম্পূর্ণ হয়ে গেলে অ্যাপসটি ওপেন করুন।

(ⅳ) রেজিস্ট্রেশন করার জন্য আপনার মোবাইল নম্বরটি দিয়ে পরবর্তী ধাপে যান।

(ⅴ) মোবাইল অপারেটর সিলেক্ট করুন। যেমন গ্রামীণফোন, রবি, বাংলালিংক।

(ⅵ) আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড আসবে সেটি টাইপ করে কনফার্ম করুন আপসানে ট্যাপ করুন।

(ⅷ) নিয়ম ও শর্ত সমূহ ভালো করে দেখে নিয়ে সম্মতি দিন।

(ⅸ)রেজিস্ট্রেশন শুরু করার জন্য আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি তুলতে হবে।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম,একাউন্ট খুলতে কি কি লাগে- ২০২২

(ⅹ) জাতীয় পরিচয়পত্রের সামনের অংশটি ফ্রেমের মধ্যে রেখে ছবি তুলুন।

(ⅹⅰ) ছবি স্পষ্ট কিনা দেখে কনফার্ম করুন অথবা সাবমিট করুন।

(ⅹⅰⅰ) এবার জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশটি প্রেমের মধ্যে রেখে ছবি তুলুন।

(ⅹⅲ) পেছনের অংশের ছবিটি স্পষ্ট কিনা দেখে সাবমিট করুন।

(ⅹⅳ) আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো সঠিক আছে কিনা তা যাচাই করে পরবর্তী ধাপে যান।

(ⅹⅴ)এই অপশনে আপনাকে আরো কিছু তথ্য দিতে হবে। এখানে আপনার লিঙ্গ , আয়ের উৎস, আনুমানিক মাসিক আয়, পেশা সিলেক্ট করে পরবর্তী ধাপে যান।

(ⅹⅵ) এরপর আপনার নিজের ছবি ক্যামেরার মাধ্যমে তুলতে হবে।

(ⅹⅶ) নিজের ছবি তুলে স্বয়ংক্রিয় স্ক্যানিংয়ের জন্য অপেক্ষা করুন।

(ⅹⅷ) রেজিস্ট্রেশনের সকল তথ্য সাবমিট করার জন্য নিশ্চিত করুন।

(ⅹⅸ) কনফার্মেশন এসএমএসের জন্য অপেক্ষা করুন, এসএমএস আসলে লগইন করুন।

(ⅹⅹ) এরপর লগইন অপশনে ট্যাগ করুন।

(ⅹⅹⅰ) মোবাইল নম্বরটি দিয়ে পরবর্তী ধাপে যান।

(ⅹⅹⅱ) মোবাইল অপারেটর সিলেক্ট করুন

(ⅹⅹⅲ) আপনার মোবাইল নাম্বারে এসএমএস এ আসা ভেরিফিকেশন কোড দিন।

(ⅹⅹⅳ) এবার আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার সেট করতে হবে।

(ⅹⅹⅴ) পিন নাম্বার সেট করার নির্দেশনা দেখে নিন।

(ⅹⅹⅵ)৫ ডিজিটের পিন নাম্বার দুইবার দিয়ে কনফার্ম করুন

(ⅹⅹⅶ) এবার আপনার মোবাইল নাম্বার ও পিন নাম্বার দিয়ে বিকাশ একাউন্টে লগইন করুন।

(ⅹⅹⅷ) আপনার নাম সেট করুন

(ⅹⅹⅸ) (+) আইকনে ট্যাপ করে আপনার প্রোফাইলের ছবি আপলোড করুন।

আপনার বিকাশ একাউন্টটি সক্রিয় হয়ে গেছে এখন আপনি বিকাশের মাধ্যমে আপনার প্রয়োজনীয় লেনদেন শুরু করুন।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম-২০২২

ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টে ই-কেওয়াইসির মাধ্যমে একাউন্ট খুলুনঃ 

নিকটবর্তী ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন

     ১। মোবাইল ফোন

     ২। জাতীয় পরিচয়পত্রের মূল কপি

পদ্ধতিঃ 

     ১। এজেন্ট আপনার মোবাইল নাম্বার ও অপারেটর নিশ্চিত করে একাউন্ট খোলার জন্য অনুমতি নেবেন। 

    ২। আপনার নাম্বারে পাঠানো রেফারেন্স নাম্বারটি নেবেন। 

    ৩। আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের ও পেছনের অংশের ছবি তুলবেন। 

    ৪। এজেন্ট ই-কেওয়াইসি এন্ট্রির জন্য আপনার একটি ছবি তুলবেন। 

    ৫। সফল রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি একটি কনফার্মেশন এসএমএস পাবেন। 

এজেন্ট পয়েন্টে কেওয়াইসি ফর্ম পূরণ করে বিকাশ একাউন্ট খুলুনঃ

নিকটবর্তী এজেন্ট পয়েন্টে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন

     ১। মোবাইল ফোন

     ২। জাতীয় পরিচয় পত্র (মূল এবং ফটোকপি)

     ৩। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি

গ্রাহক সেবায় বিকাশ একাউন্ট খুলুনঃ

নিকটবর্তী গ্রাহক সেবায় বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন

১। মোবাইল ফোন

২। জাতীয় পরিচয়পত্র (ফটোকপি) / ড্রাইভিং লাইসেন্স (মূল এবং ফটোকপি) / পাসপোর্ট (মূল এবং ফটোকপি)

৩। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি

গ্রাহক সেবা কেন্দ্রে বিকাশ একাউন্ট খুলুনঃ

নিকটবর্তী গ্রাহক সেবা কেন্দ্রে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন

  ১। মোবাইল ফোন

  ২। জাতীয় পরিচয়পত্র (মূল এবং ফটোকপি)/ মূল ড্রাইভিং লাইসেন্স / মূল পাসপোর্ট

  ৩। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি

বিকাশ একাউন্ট খোলার নিয়ম-২০২২

একাউন্ট ওপেনিং ফরমটি পূরণ করুন এবং আপনার বৃদ্ধাঙ্গুলির ছাপ ও স্বাক্ষর দিন। 

বিকাশ একাউন্ট খোলার পর আপনাকে আপনার বিকাশ মোবাইল মেন্যুটি এক্টিভেট করে নিতে হবে। আপনার মোবাইল মেন্যু এক্টিভেট করতে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

১। *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান।

২। “ এক্টিভেট মোবাইল মেন্যু” বেছে নিন।

৩। বিকাশ একাউন্টের জন্য ৫ ডিজিটের পিন নম্বরটি প্রবেশ করান

৪। কনফার্ম করার জন্য আপনার পিন নম্বরটি আবার প্রবেশ করান  

* আপনার পিন নম্বরটি সব সময় গোপন রাখুন

সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন হবার পর আপনার মোবাইল নম্বরটি একটি বিকাশ একাউন্ট নম্বর হিসেবে গণ্য হবে। আপনার বিকাশ একাউন্ট এর মাধ্যমে প্রাথমিক ভাবে মোবাইল রিচার্জ, ক্যাশ ইন এবং টাকা গ্রহণ সেবা ব্যবহার করতে পারবেন।

তবে, আপনার KYC ফরম এর তথ্য যাচাই হয়ে গেলে, ৩-৫ দিনের মধ্যে আপনি “ক্যাশ আউট, মোবাইল রিচার্জ পেমেন্ট” এবং বিকাশ এর  অন্যান্য সেবা সমূহ উপভোগ করতে পারবেন। আপনার একাউন্টটি সম্পূর্ণভাবে সক্রিয় হওয়ার পর *247# ডায়াল করে দিন রাত ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন বিকাশের সেবা ব্যবহার করতে পারবেন।

একজন গ্রাহক গ্রাহক সেবা কেন্দ্র অথবা গ্রাহক সেবা থেকে একাউন্ট খুললে সাথে সাথে বিকাশ এর সকল সেবা উপভোগ করতে পারবেন। 

আরো জানতে ভিজিট করুনঃরেডেক্স(RedEx) কুরিয়ার সার্ভিস বাংলাদেশ এর কাষ্টমার কেয়ার নাম্বার, শাখা সমূহ ও সার্ভিস চার্জ 2022

Leave a Comment