সফলতার উক্তি, আপনার জীবনের সফলতা নির্ভর করবে, আপনি কতটা নিজেকে সফল মানুষ হিসেবে দেখতে চান বা নিজেকে কতটা সফল হিসেবে তৈরী করতে চান- তার উপর। কারণ সফলতা আপনা আপনি এসে ধরা দিবে না। আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে। সফলতার পা নেই যে, হেঁটে হেঁটে আপনার কাছে চলে আসবে।
আপনি চেষ্টা করতে থাকেন, আপনি এগিয়ে যান, তাহলেই একমাত্র সফলতা আপনার কাছে ধরা দেবে। নচেৎ নয় -কারণ সফলতা এত তুচ্ছ বিষয় নয় যে আপনি সহজেই পেয়ে যাবেন। সফলতা পেতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। আপনি কোন কাজে ১০ বার ব্যর্থ হবেন, তার মানে এই নয় যে আপনার জীবন থেমে যাবে ।
১০ বার ব্যর্থ হয়েও আপনাকে আবার চেষ্টা করতে হবে, যেন আপনি কাজটিতে সফল হতে পারেন। সফলতা মানেই হচ্ছে নিজেকে উন্নতির শীর্ষস্থানে দেখা। নিজের জীবনকে শীর্ষ স্থানে নিয়ে যাওয়া। এটাই হচ্ছে সফলতা। সে কোন কাজে হোক বা কোন কথায় ।তাই বন্ধুরা, আপনারা হয়তো সফলতার উক্তি খুঁজছেন।
তাই আজ আপনাদের জন্য এই পোস্টে সফলতার কিছু উল্লেখযোগ্য উক্তি তুলে ধরা হয়েছে। যেগুলো থেকে আপনি সফলতা সম্পর্কে বিভিন্ন জ্ঞান লাভ করতে পারেন এবং এগুলো আপনার জীবনে প্রয়োগ করে সফলতার সঠিক অর্থ বের করতে পারেন।
সফলতার উক্তি
সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা।
তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো। তাহলেই সফল হবে।
তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো। তাহলেই সফল হবে।
যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
সাফল্যের জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।
আত্মশক্তির প্রতি যার শ্রদ্ধা আছে, সে একদিন যতো বিলম্বেই হোক না কেন গগণমার্গে মস্তক উঁচু করে দাঁড়াবেই।
অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়।
জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না : আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে।
তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না- পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়।
পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো- তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে
ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছেই।
পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে!
সফলতার উক্তি
সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হল সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন অর্থাৎ আপনি যদি নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকেন তবে আপনি অবশ্যই সফল হবেন।
কোনও কিছু করার আগ পর্যন্ত সবসময়ই সেটা অসম্ভব বলে মনে হয়।
অতীতকে পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু ভবিষ্যৎ এখনও তোমার হাতে।
যদি তোমার লক্ষ্য যথেষ্ট দৃঢ় হয়, তাহলে ব্যর্থতা কখনও তোমাকে দমিয়ে রাখতে পারবে না।
নতুন দিনই নতুন শক্তি এবং নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়।
একজন মানুষ এখন কতটা উপরে আছে, তা দিয়ে আমি তার সাফল্য মাপি না। একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা ওপরে তুলতে পারে – সেটাই আসল কথা।
জর্জ এস, প্যাটন
যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
ডেল কার্নেগী
কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি।
পাবলো পিকাসো
সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না; তুমি যা করতে ভালোবাসো, সেটাই করতে থাক। সাফল্য নিজেই ধরা দেবে।
ডেভিড ফ্রস
সাফল্যের জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।
ফ্র্যাঙ্ক লয়েড
তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো। তাহলেই সফল হবে।
কিম গ্রাস্ট
ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল, যারা তাদের সবচেয়ে ভালোলাগার কাজটি করছে।
সফলতা নিয়ে যে উক্তি গুলো দেওয়া হল, এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, এগুলোর যদি আপনার বাস্তব জীবনে প্রয়োগ ঘটান, তাহলে আপনারা জীবনে অবশ্যই সফলতা খুঁজে পাবেন । ইনশাআল্লাহ। উক্তি গুলো আপনার ভাল লেগেছে কিনা আমাদের কমেন্টে জানাবেন।