আমাদের অনেক সময় বিকাশ লাইভ চ্যাট করার প্রয়োজন হয়। আমরা নানারকম সমস্যায় পড়ে বিকাশ হেল্পলাইনে যোগাযোগ করার জন্য নানারকম চেষ্টা চালিয়ে যাই। আপনারা হয়তো জেনে থাকবেন বিকাশ লাইভ চ্যাট করার একটি নতুন আপডেট এনেছে যার মাধ্যমে আপনারা বিকাশের কাস্টমার কেয়ারের সাথে লাইভ চ্যাট করতে পারবেন।
কিন্তু আপনারা হয়তো অনেকেই বিকাশ লাইভ চ্যাট করার পদ্ধতি সম্পর্কে জানেন না আজকের আর্টিকেলটিতে মূলত আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব।
আপনারা যদি বিকাশ লাইভ চ্যাট এ আপনাদের সমস্যা তুলে ধরেন তাহলে আপনাকে বিকাশ কাস্টমার কেয়ার থেকে সরাসরি সাহায্য প্রদান করা হবে। এখানে আপনাকে কোনরকম চার্জ ছাড়াই এরকম সাহায্য দেওয়া হবে। কাস্টমার কেয়ার দের সাথে আপনারা যদি ফোনে কথা বলেন তাহলে কিন্তু আপনাকে চার্জ দেওয়া লাগে।
এ ব্যাপারটি বিকাশ একটি ভালো সুবিধা দিয়েছে তাদের গ্রাহকদের জন্য যেখানে কোনরকম চার্জ ছাড়াই আপনারা বিকাশ লাইভ চ্যাট করতে পারবেন।
বিকাশ কি?
বিকাশ হলো মোবাইল ব্যাংকিং এর একটি জনপ্রিয় শাখা। যেখানে আপনারা এক নিমিষেই টাকা আদান প্রদান করতে পারবেন মোবাইলের মাধ্যমে। ২০১১ সালে বিকাশ তাদের সেবা নিয়ে বাংলাদেশ তাদের প্রতিষ্ঠান তৈরি করে। ব্রাক ব্যাংক কর্তৃক পরিচালিত মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠান হল বিকাশ। যার মাধ্যমে আপনারা টাকা আদান প্রদান করতে পারবে একে অপরের কাছে।
২০১১ সাল থেকে বিকাশ তাদের গ্রাহকদের নানা রকম সুযোগ-সুবিধা দিয়ে আসছে। তার বিনিময়ে বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় টাকা লেনদেন অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হল বিকাশ। আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখতে পারবেন ব্যবহারকারীর সংখ্যা বা বিকাশের জনপ্রিয়তা।
বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বিকাশে আপনারা যদি লেনদেন করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি বিকাশ একাউন্ট খুলতে হবে। তো বিকাশ একাউন্ট খোলার নিয়ম খুবই সহজ আপনারা যে কেউ চাইলে ঘরে বসে একটি বিকাশ একাউন্ট খুলতে পারবেন। বিকাশ একাউন্ট খুলতে কিছু গুরুত্বপূর্ণ জিনিসের দরকার আছে সেগুলো হলঃ
- একটি এন্ড্রয়েড মোবাইল।
- ডাটা কানেকশন।
- ভোটার আইডি কার্ড।
- গ্রাহকের উপস্থিতি।
উপরের চারটি উপাদান যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনারা বাড়িতে বসেই একটি বিকাশ একাউন্ট খুলতে পারবেন কোনরকম ঝামেলা ছাড়াই। বিকাশ একাউন্ট খুলতে আপনাকে একটি এন্ড্রয়েড মোবাইল ডাটা কানেকশন এবং আপনার ভোটার আইডি কার্ড এবং আপনাকে নিজেরএকটি সেলফি নিতে হবে।
বিকাশ একাউন্ট খোলার কয়েকটি ধাপ সম্পর্কে আপনাদের ধারণা দিলাম যাতে আপনারা সহজে বিকাশ একাউন্ট খুলতে পারেন।
ধাপঃ- ১ সবার প্রথমে আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন এবং বিকাশ লিখে সার্চ করার পর বিকাশ অ্যাপ্লিকেশনটি সংগ্রহ করে নিবেন।
ধাপঃ- ২ এরপর আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইন্সটল করবেন এবং ওপেন করবেন।
ধাপঃ- ৩ এবার বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করলে আপনার লগইন এবং রেজিস্ট্রেশন নামে একটি বাটন দেখতে পারবেন সেই বাটনটিতে ক্লিক করে দিন।
ধাপঃ-৪ এবার আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিন
ধাপঃ-৫ তারপর আপনার মোবাইল নাম্বারটি কোন সিম কোম্পানির সেটি নির্বাচন করুন
ধাপঃ-৬ এবার আপনার মোবাইল ফোনে একটি ৬ সংখ্যার ওটিপি যাবে। অবশ্যই এখানে একটি দিক খেয়াল রাখবেন, যে সিম দিয়ে আপনারা বিকাশ একাউন্ট খুলবেন সেটি অবশ্যই আপনার মোবাইলে রাখবেন কেননা এখানে ওটিপিটি স্বয়ংক্রিয়ভাবে নেওয়া হবে।
ধাপঃ-৭ এবার আপনার ভোটার আইডি কার্ডের দুপাশের ছবি তুলুন এবং এপ্লিকেশনে সাবমিট করুন।
ধাপঃ-৮ সাবমিট করার পর আপনার সকল তথ্যাবলী এখানে স্বয়ংক্রিয়ভাবে শো করাবে। যেমনঃ আপনার নাম, ঠিকানা ইত্যাদি।
ধাপঃ-৯ এবার আপনাকে একটি সেলফি তুলে কনফার্ম করতে হবে যে আপনি অর্থাৎ আপনি ভোটার আইডি কার্ডের মালিক। তো আপনি একটি সেলফি তুলুন এবং আপনি সেলফি তোলার সময় আপনার চোখের পলক ফেলুন।
ধাপঃ-১০ এবার আপনার তোলা ছবিটি সাবমিট করে দিন।
তাহলেই আপনারা আপনাদের বিকাশ একাউন্ট তৈরি করা হয়ে যাবে। যখন আপনার একটি বিকাশ একাউন্ট তৈরি করা হয়ে যাবে তখন আপনি টাকা লেনদেন করতে সক্ষম হবেন। যেকোনো মোবাইল নাম্বারে টাকা লেনদেন করতে পারবেন। বর্তমানে বিকাশ একাউন্ট খুললে আপনারা ২৫ থেকে ৫০ টাকা বোনাস পেয়ে যাবেন।
বিকাশ অ্যাপ খোলার নিয়ম
বিকাশ অ্যাপ খোলার নিয়ম খুবই সহজ আপনারা যে কেউ চাইলে বিকাশ অ্যাপ খুলতে পারবেন।
ধাপঃ- ১ তো বিকাশ অ্যাপ খুলতে সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং সার্চ বারে লিখতে হবে “bkash app”
ধাপঃ- ২ এবার আপনারা দেখতে পাবেন প্রথমে একটি অ্যাপ্লিকেশন শো করতেছে বিকাশ এর এটিতে ক্লিক করে দিন।
ধাপঃ- ৩ তারপর আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে নিবেন আপনার মোবাইল ফোনে ইন্সটল করা হয়ে গেলে ওপেন বাটনে ক্লিক করে দিবেন।
তাহলে আপনার বিকাশ অ্যাপ খোলা হয়ে যাবে।
বিকাশ একাউন্ট দেখার নিয়ম
আমরা যদি বিকাশে লেনদেন করে থাকি তখন আমাদের বিকাশ একাউন্ট দেখার প্রয়োজন পড়ে ।তো আপনাকে বিকাশ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে জানতে হবে। বিকাশ একাউন্ট দেখার নিয়ম খুবই সহজ আপনারা যে কোন মোবাইল ফোন থেকে বিকাশ একাউন্ট দেখতে পারবেন।
২ টি উপায়ে বিকাশ অ্যাকাউন্ট দেখা যায়।
- বিকাশ অ্যাপ এর মাধ্যমে।
- USSD কোডের মাধ্যমে।
বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিকাশ একাউন্ট দেখার নিয়ম
ধাপঃ- ১ বিকাশ অ্যাপ্লিকেশনের লগইন করবেন আপনার পাসওয়ার্ড দিয়ে।
ধাপঃ-২ এরপর আপনারা বিকাশে নানা রকম সেবা এখানে দেখতে পারবেন। যেমনঃ সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, অ্যাড মানি, নানা রকম পে বিল।
ধাপঃ- ৩ এখান থেকে আপনারা “ব্যালেন্স দেখুন” বাটনটিতে ক্লিক করে আপনার ব্যালেন্স দেখতে পারবেন।
ধাপঃ- ৪ এবার যদি আপনি আপনার লেনদেন হিস্ট্রি দেখতে চান। তাহলে ইনবক্স >> লেনদেনে গেলেই দেখতে পারবেন আপনার করা সাম্প্রতিক লেনদেন গুলা!
USSD কোডের মাধ্যমে বিকাশ একাউন্ট দেখার নিয়ম
এন্ড্রয়েড মোবাইলে অ্যাপ্লিকেশন এর মাধ্যমে খুব সহজে আপনারা বিকাশ একাউন্ট দেখতে পারবেন। তবে বাটন ফোনে আপনাকে ইউএসএসডি কোডের মাধ্যমে বিকাশ একাউন্ট এবং বিকাশ একাউন্ট সংক্রান্ত সকল কার্যাবলী সম্পাদন করতে হবে।
USSD কোড এর মাধ্যমে আপনারা বিকাশের অনেকগুলো সেবা ভোগ করতে পারবেন।যেমনঃ
- মোবাইল রিচার্জ করতে পারবেন।
- সেন্ড মানি করতে পারবেন।
- ক্যাশ আউট করতে পারবেন।
- নানারকম বিলের অর্থ পরিশোধ করতে পারবেন।
উপরের সেবাগুলো ছাড়া আরও অন্যান্য সেবাগুলো আপনারা USSD কোডের মাধ্যমে পেতে পারেন। তো সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলের ডায়াল স্ক্রিনে যেতে হবে এবং ডায়াল করতে হবে *২৪৭# ।
এরপর সরাসরি আপনাকে আপনার একাউন্টে প্রবেশ করানো হবে এরপর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনার ইচ্ছা মত যে কোন সেবা এখান থেকে উপভোগ করতে পারবেন।
বিকাশ লাইভ চ্যাট
প্রতিনিয়ত বিকাশ ব্যবহারে আমাদের নানা রকম জটিলতা সৃষ্টি হয় এবং আমরা নানারকম সমস্যার মুখোমুখি হই। তো এরকম সমস্যার সমাধান দিতে বিকাশ লাইফ চ্যাট ওপেন করেছে। যার মাধ্যমে আপনারা বিকাশ কাস্টমার কেয়ার দের সাথে লাইভে আপনাদের সমস্যা নিয়ে কথা বলতে পারবেন।
অন্যান্য যে মোবাইল ব্যাংকিং গুলো রয়েছে সেখানে এরকম সেবা না থাকলেও ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়া ব্রাক ব্যাংক কর্তৃক বিকাশ এ সেবাটি তাদের গ্রাহকদের জন্য রেখেছে।
আপনি যদি বিকাশের একজন কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনারা যে কোন সময় ( ২৪ ঘন্টা) বিকাশের কাস্টমার কেয়ারে লাইট চ্যাট করতে পারবেন।
বিকাশ কাস্টমার কেয়ার এর সাথে ২ টি উপায়ে কথা বলতে পারবেন।
১. কলের মাধ্যমে বিকাশ কাস্টমার কেয়ার এর সাথে কথা বলতে পারবেন।
২. বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিকাশ লাইভ চ্যাট করতে পারবেন।
কলের মাধ্যমে বিকাশ কাস্টমার কেয়ার এর সাথে কথা বলতে পারবেন
আপনাদের যদি বিকাশ সম্পর্কিত কোনরকম সমস্যা থেকে থাকে তাহলে আপনারা ফলের মাধ্যমে তাদের কাস্টমার কেয়ারের সাথে সরাসরি কথা বলতে পারবেন।
বিকাশ কাস্টমার কেয়ারের সাথে কথা বলা খুবই সহজ বিষয় আপনারা যে কেউ চাইলে আপনার বিকাশ একাউন্ট খোলা নাম্বারটি থেকে তাদের হেল্পলাইনে ফোন দিলে আপনাকে সরাসরি তাদের কাস্টমার কেয়ারে কথা বলাতে সাহায্য করা হবে। তো এতে তেমন কিছু সিস্টেম নেই খুবই সহজ।
বিকাশ হেল্প লাইন নাম্বার হলো ১৬২৪৭
- বিকাশ হেল্প লাইন নাম্বার এ ফোন দিন এরপর আপনারা এখান থেকে কাস্টমার কেয়ার এর সাথে কথা বলার জন্য 0 প্রেস করুন!
- তারপর আপনার কলটি তাদের কাস্টমার কেয়ারের কাছে ট্রান্সফার করা হবে এজন্য আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
- কিছুক্ষণের মধ্যে আপনার কলটি একটি কাস্টমার কেয়ারের সাথে কানেক্ট করে দেওয়া হবে এবং আপনি আপনার যে কোন সমস্যার কথা (বিকাশ রিলেটেড) তাদেরকে বলতে পারবেন এবং তারা আপনাকে তাৎক্ষণিক সাহায্য করার চেষ্টা করবে।
এভাবেই মূলত বিকাশ কাস্টমার কেয়ার দের সাথে মোবাইল ফোনে কথা বলা যায়। মোবাইল ফোনে কথা বলার সময় অবশ্যই আপনাকে প্রতি মিনিটের জন্য চার্জ দিতে হবে।
বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিকাশ লাইভ চ্যাট করতে পারবেন।
বিকাশ লাইভ চ্যাট করার পদ্ধতি ও খুবই সহজ আপনারা যে কেউ চাইলে বিকাশ লাইভ চ্যাট করতে পারবেন কোনরকম খরচ ছাড়াই অর্থাৎ আপনারা শুধু ইন্টারনেট কানেকশন দিয়ে বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিকাশ কাস্টমার কেয়ারের সাথে লাইভ চ্যাট করতে পারবেন। তো এজন্য কিছু ধাপ আপনাকে অনুসরণ করতে হবে তাদের সাথে কথা বলার জন্য নিজে কয়েকটি দাপ উল্লেখ করা হলো।
ধাপঃ-১ প্রথমে আপনার বিকাশ অ্যাপ্লিকেশন ওপেন করুন তারপর আপনার পিম নাম্বার দিয়ে লগইন করুন।
ধাপঃ- ২ বিকাশ অ্যাপ্লিকেশনে লগইন করলে আপনাকে আপনার একাউন্টে নিয়ে আসবে। তারপর আপনার স্ক্রিনশটের মার্ক করা অপশনটিতে ক্লিক করে দিন। ( নিচের স্ক্রিনশট টি ফলো করুন।)
ধাপঃ- ৩ এবার এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। একদম নিচের দিকে সাপোর্ট নামে একটি অপশন দেখতে পারবেন তো এই অপশনটিতে ক্লিক করে দিন।
ধাপঃ- ৪ এবার এখানে আপনারা দুইটি অপশন দেখতে পারবেন।
- লাইভ চ্যাট
- ইমেইল
এখান থেকে যেহেতু আপনারা লাইভ চ্যাট করবেন সেহেতু লাইভ বাটনটিতে ক্লিক করে দিন। আর আপনারা যদি ইমেইলের মাধ্যমে তাদের কাস্টমার কেয়ারের সাথে যুক্ত হতে চান তাহলে নিচের অপশনটিতে ক্লিক করে দিতে পারেন।
ধাপঃ- ৫ এবার আপনাদের মাঝে নিচের মত একটি ইন্টারফেস শো করবে এবং এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন “ক্লিক করে লাইভ চ্যাট করুন” এই অপশনটিতে ক্লিক করে দিন।
ধাপঃ-৬ তাহলেই আপনারা লাইভ চ্যাট করার জন্য একটি ইন্টারকেস পেয়ে যাবেন যেখানে মেসেঞ্জার এর মত আপনার সমস্যা লিখে সেন্ড করলে তারা আপনার সমস্যার সমাধান দিবে মেসেজের মাধ্যমে।
তো এভাবেই মূলত বিকাশ লাইভ চ্যাট করা যায়। আপনারা যদি কোন রকম সমস্যায় পড়েন তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ট করব বিকাশ লাইভ চ্যাট করতে। কেননা এখানে আপনারা খুব দ্রুত বিকাশ থেকে সহায়তা পাবেন।
বিকাশ অভিযোগ করার নিয়ম
বিকাশ অভিযোগ করতে আপনারা কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে পারেন। আপনার যদি কোন সেবায় ভালোমতো রেসপন্স না পান। তাহলে আপনারা বিকাশে অভিযোগ করতে পারেন। তো বিকাশ তাদের গ্রাহকদের এই সুযোগ-সুবিধা করে দিয়েছে। কয়েকটি উপায় এর মাধ্যমে আপনারা বিকাশে অভিযোগ করতে পারেন।
- সরাসরি বলার মাধ্যমে আপনার অভিযোগ করতে পারবেন বিকাশ কাস্টমার কেয়ার এর কাছে!
- লাইভ চ্যাট এর মাধ্যমে বিকাশ কাস্টমার কেয়ারে আপনার অভিযোগ করতে পারবেন!
- ইমেইলের মাধ্যমে আপনারা বিকাশ কাস্টমার কেয়ারে আপনার অভিযোগ করতে পারবেন!
বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট
বর্তমান সময়ে আপনারা হয়তো অনলাইনে ট্রেনের টিকিট সম্পর্কে কিছু শুনে থাকবেন। জ্বি আপনারা ঠিকই শুনেছেন অনলাইনের মাধ্যমে এখন আপনারা চাইলে ঘরে বসেই ট্রেনের টিকিট কাটতে পারবেন। আপনার ট্রেনের টিকিট এর দাম সেটি চাইলে বিকাশের মাধ্যমে দিতে পারবেন। বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট কাটা খুবই সহজ বিষয়।
আপনারা রেইল কৃপক্ষের ওয়েবসাইটে প্রবেশ করলেই দেখতে পারবেন ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে টিকিট কাটার পর বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এতে করে আপনারা পার্সোনাল নাম্বার ব্যবহার করতে পারেন পেমেন্ট করার জন্য।
বিকাশ নাম্বার পরিবর্তন
অনেক সময় আমাদের বিকাশ নাম্বার পরিবর্তন করার প্রয়োজন হয়ে পড়ে অর্থাৎ আমরা আমাদের বিকাশের মালিকানা এক সিম থেকে অন্য সিমে নিতে চাই। এরকম অবস্থায় আপনার যে কাজটি করবেন সেটি হল আপনারা কিছু দরকারই কাগজপত্র দিয়ে কাস্টমার কেয়ারে উপস্থিত হবেন।
আপনার কাস্টমার কেয়ারে উপস্থিত হয়ে গেলেই আপনাকে আপনার বিকাশ নাম্বার পরিবর্তন করে দেওয়া হবে। আপনার আগের অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপের নতুন সিমে চলে আসবে।
প্রয়োজনীয় কাগজ পত্র
১. আপনার ভোটার আইডি কার্ড।
২. আপনার পুরাতন সিম যেখানে আপনার বিকাশ একাউন্ট রয়েছে।
৩. একটি নতুন সিম যেখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি পরিবর্তন করে নতুন বিকাশ একাউন্ট খুলতে চাচ্ছেন।
বিকাশে টাকা দেখার নিয়ম
বিকাশে টাকা দেখার নিয়ম খুবই সহজ আপনারা যে কোন মোবাইল ফোন দিয়ে বিকাশ একাউন্টে টাকা চেক করতে পারবেন। বিকাশে টাকা দেখার জন্য আপনারা যদি এপ্লিকেশন ব্যবহার করেন তাহলে প্রথমে আপনার পিন দিয়ে আপনার বিকাশে প্রবেশ করতে হবে।
তারপর উপরে একটি বাটন দেখতে পারবেন যেখানে লেখা আছে “ব্যালেন্স দেখুন “এই বাটনটিতে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে আপনারা আপনার বিকাশ একাউন্টে থাকা টাকার পরিমান দেখতে পারবেন।
আর আপনি যদি USSD কোডের মাধ্যমে ব্যালেন্স দেখতে চান তাহলে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে।
*২৪৭# ডায়াল করুন।
তারপর সেখান থেকে মাই বিকাশে চলে আসুন।
এরপর আপনারা এখানে ব্যালেন্স চেক নামে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করুন।
এরপর আপনার পিন দিয়ে প্রবেশ করলেই আপনার ব্যালেন্স শো করাবে।
বিকাশ থেকে লোন
বিকাশ তাদেরকে গ্রাহকদের জন্য লোনের সুবিধা করে দিয়েছে। বিকাশ থেকে লোন আপনারা খুব সহজেই নিতে পারবেন। বিকাশ তাদেরকে গ্রাহকদের জন্য 5 থেকে 10 হাজার টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে লোন দিয়ে থাকে। আপনি যদি স্বল্প আয়ের মানুষ হয়ে থাকেন বা স্বল্প ব্যবসায়ী তাহলে আপনারা ইচ্ছা করলেই বিকাশ থেকে লোন নিতে পারবেন। পরবর্তীতে আপনাকে কিস্তির মাধ্যমে বিকাশের লোন শোধ করতে হবে।
বিকাশ অফিস নাম্বার
কাস্টমার কেয়ার সেন্টার
ঠিকানা
ক্রমিক নং. ১
বিকাশ কাস্টমার কেয়ার আশুলিয়া
মাস্টার টেলিকম (১ নং মিজান প্লাজা) ডেন্ডাবর, আশুলিয়া, ঢাকা
ক্রমিক নং. ২
বিকাশ কাস্টমার কেয়ার উত্তরা
বিসমিল্লাহ টেলিকম, ২৫৭, প্রথম কলোনী, লালকুঠি, মিরপুর -১, ঢাকা
ক্রমিক নং. ২
বিকাশ সার্ভিস সেন্টার ঢাকা
মোনাডিক বাংলাদেশ, বাসাঃ১, রোডঃ১, সেকশনঃ৬, ব্লকঃ বি, মিরপুর, ঢাকা
মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট ২০২২
বর্তমানে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যা যেখান থেকে আপনারা চাইলে খুব সহজে মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট নিতে পারবেন। সর্বপ্রথম আপনাকে এরকম ওয়েবসাইট খুঁজতে হবে। যারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে। তারপর সেখানে আপনাকে কাজ করতে হবে তারপর সেই অর্থ আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
বার বার জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর!
প্রতিনিয়ত বিকাশ সম্পর্কিত নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করা হয় আমাদের তো এরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা নিজে আলোচনা করলাম।
একটি ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়?
একটি ভোটার কার্ড দিয়ে শুধুমাত্র আপনারা একটি বিকাশ একাউন্টটি খুলতে পারবেন!
বিকাশ ক্যাশ আউট চার্জ কত?
বিকাশে ক্যাশ আউট চার্জ বর্তমানে হাজারে ১৪. ৯০ টাকা।
বিকাশে সেন্ড মানি খরচ ?
বিকাশের সেন্ড মানি খরচ হলো মাত্র ৫ টাকা!
বিকাশের সেন্ড মামি খরচ বিনামূল্যে করা যায়?
বিকাশে আপনারা চাইলে প্রিয় নাম্বার এড করে সেন্ড মানি ফ্রি করতে পারবেন 25000 টাকার জন্য!
বিকাশ হেল্পলাইন নাম্বার কত?
বিকাশ হেল্পলাইন নাম্বার হলো ১৬২৪৭ ।
শেষ কথা
বিকাশ লাইভ চ্যাট নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করলাম। বিকাশ একাউন্ট খোলার নিয়ম
সম্পর্কে আলোচনা করেছি। এছাড়াও আমরা আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিকাশ সম্পর্কিত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।
তো দেখা হবে পরবর্তীতে নতুন কোন আর্টিকে নিয়ে সে পর্যন্ত ভালো যখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।