বাংলা রোমান্টিক কবিতা 2022

বাংলা রোমান্টিক কবিতা
সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা বাংলা রোমান্টিক কবিতা খুঁজছেন তাদের জন্য আজকের এই পোস্টটি। একজন কবি তার সর্বোচ্চ মেধা খাটিয়ে কবিতা লিখেন। কবিতা লেখা কোনো সহজ কাজ নয়। কবিতা লিখতে হয় মনের গভীর থেকে যা সবাই পারেনা। আমাদের দেশের অধিকাংশ মানুষ আধুনিক প্রযুক্তির সাথে মিশে বাংলা কবিতা কে গুরুত্ব দেয় না। বাংলা কবিতার সাথে মিশে আছে আমাদের মাতৃভাষা।
তাই আমরা আপনাদের জন্য কিছু বাংলা রোমান্টিক কবিতা নিয়ে আসলাম। আশা করছি আপনারা যে কবিতা খুঁজতেছেন তাই পেয়ে গেছেন। আমাদের এই কবিতাগুলো আমরা নিজেদের কবি দিয়ে লিখেছি। www.bdtechroom.com সাইটের নিজস্ব কবি দিয়ে কবিতাগুলো লেখা। আরও অসংখ্য কবিতা সংগ্রহে রয়েছে তা পর্যাক্রমে আমার এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। বাংলা রোমান্টিক কবিতা, প্রেমের কবিতা, কষ্টের কবিতা, বাচ্চাদের কবিতা সহ আরো অনেক কবিতা, গল্প, ছড়া ধারাবাহিকভাবে পাবেন। আপনাদের ভাল লাগার সকল তথ্য আমার এই ওয়েবসাইটে নিয়মিত দিয়ে থাকি।
  ১. কবিতা
                   ”সুখ”
গল্পের মতো মনে হয় জীবন
                  স্বপ্নের মতো পৃথিবী,
সাগরের মতো গভীর এ মন
                 খুঁজে পাই না তার প্রতিচ্ছবি।
আকাশের মত বিশাল ও বুকে
                খুঁজে নেব মোর ঠিকানা,
প্রতি প্রহরে নাচবে হৃদয়
                থাকবেনা সুখ সীমানা।
হারিয়ে যাবো ওদুটি চোখে
                যেখানে আমার স্বর্গ বাস,
অন্তরে তাই লাগবে কাপন
                হয় যদি কোনো সর্বনাশ।
আরো দেখতে  পারেন
  ২. কবিতা
        ”ছোট্ট কিছু চাওয়া”
যদি কখনো এমন হতো,
আকাশের কোটি কোটি তারার মাঝে
আমি ছোট্ট একটি তারা
হয়ে জ্বলছি।
যদি কখনো এমন হতো,
সাগরের অতলে একগুচ্ছ ক্ষুদ্র ক্ষুদ্র
শ্যাওলার মতো বিচরন করছি।
হয়তো কখনো যদি এমন হতো,
নীল আকাশের বুকে
ছোট্ট একটি পাখি হয়ে
দিগন্ত ছাড়িয়ে যাচ্ছি।
হৃদয়ের আর্তনাদ গুলো আজ
এভাবে গাঁথা হয়ে যাচ্ছে
ছোট্ট একটি পাতায়।
সমস্ত বেদনারা আজ দলবেঁধে
ছুটে চলেছে চোখের কিনারা বেয়ে।
কেউ কি কখনো পাবে না এর সন্ধান?
পৃথিবীতে এত মানুষের ভিড়ে
শুনতে কি পাবনা নিজের বেঁচে থাকার গান?
কে দেবে আমায় মুক্তি?
সেই মহাকাল !!!
শুধু কি তারই আছে মুক্তি দেয়ার অধিকার?
আরো দেখতে  পারেন
৩. কবিতা
”উদাস মন”
উত্তরের হিমেল পরশ যদি
তোমার হৃদয় ছুঁয়ে যায়,
তবে কি মনে পড়বে আমায়?
নাকি প্রজাপতির ডানায়
উড়িয়ে দেবে তোমার উদাস মন!
যেখানে বেলা-অবেলায়
মেঘ এসে মিনতি করবে তোমায়,
”নিজেকে খুঁজে নাও আমার মত করে”।
তখনও কি অভিমানের চাদর জড়িয়ে
নির্জনতা আমাকে খুজবে?
নাকি দিগন্তের পানে চেয়ে চেয়ে
নিজেকে জানতে চাইবে!!
কতটা ভালোবাসো আমায়?
কতটুকু পেরেছ বুঝতে?
নিজের অজান্তে যখন মনের মাঝে আমায় খুঁজেছ,
পেয়েছিলে কি কোথাও আমার অস্তিত্ব?
কেন এমন হয়!!!
হারিয়ে যাওয়া সুরের মূর্ছনায়
আকুল হয় মন,
নিশীথের চৌকাঠে পা রেখে
নিঃসঙ্গতায় ডুবে রয়!!!
আরো দেখতে  পারেন
৪. কবিতা
তোমার অপেক্ষায়
এক পশলা বৃষ্টি যখন
মাটিকে ছুঁয়ে যায়,
হৃদয় সুশীতল হয়,
ভাবি তুমি আসলে বুঝি
আমার বারান্দায়।
এক মুঠো রোদ যখন
উঠানে ছড়িয়ে যায়,
মনটা উদাস হয়,
মনে হয় তুমি তোমার দু হাত দিয়েছো বাড়িয়ে।
একটুখানি হাওয়া যখন
আমাকে ছুঁয়ে যায়,
মনে দোলা লাগে,
মনে হয় তুমি আমার কাছে বসে আছো।
ভ্রমর যখন ফুলের কানে
চুপি চুপি কথা কয়,
মনটা চঞ্চল হয়,
বুঝতে পারি তুমি আমার হাতদুটো ধরেছো।
তারপর তারপর যখন স্বপ্ন ভেঙ্গে যায়
দেখি তুমি কাছে নেই,
তবুও বসে থাকি তোমার আশায়
এই ভাবে দিন কেটে যায়,
শুধু তোমার অপেক্ষায়।।
আশা করি কবিতাগুলো আপনাদের ভাল লেগেছে। আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা। কবিতাপ্রেমী সকল ভাই বোনদের জন্য ভালোবাসা রইল। আমাদের কবিতাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তার মতামত জানাবেন। আপনাদের যদি কোন ধরনের পছন্দ একই থাকে তাও আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার পছন্দের কবিতা উপহার দেওয়ার জন্য। আমাদের সংগ্রহে না থাকলে আমরা সংগ্রহ করে দিব। সব সময় পাশে থাকবেন এই কামনায়।