টিকটক(Tiktok) ভিডিও কিভাবে বানাবো l টিকটক থেকে টাকা ইনকাম এর নতুন উপায়– ২০২৩

টিকটক(Tiktok) ভিডিও কিভাবে বানাবো l টিকটক থেকে টাকা ইনকাম এর নতুন উপায়

টিকটক আজকে আলোচনাটা হবে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটক নিয়ে। আপনি কি নিজের দক্ষতা বা নিজের সুপ্ত প্রতিভা অন্যের মাঝে শেয়ার করতে চান? নিজের পাবলিসিটি বাড়াতে চান বা নিজেকে সারা বিশ্বের মাঝে তুলে ধরতে চান তাহলে আজকের আর্টিকেলটি শুধুই আপনার জন্য।

কেননা আজকের আর্টিকেলে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে আপনারা নিজেকে পুরো বিশ্বের মাঝে তুলে ধরতে পারবেন। আপনার সুপ্ত প্রতিভা কিভাবে মানুষকে দেখাবেন। কিভাবে আপনি আপনার নিজের পাবলিসিটি বাড়াতে পারবেন সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। 

 আজকে আলোচনায় আমরা মূল যে বিষয়টিকে ফোকাস করব সেটি হল টিকটক। ইতিমধ্যে  আমার মনে হয় টিকটক নান টি না শোনার মত খুব বেশি জনগণ আমাদের দেশ এবং বিশ্ব নেই। প্রায় অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়ার টিকটক সম্পর্কে ধারণা রাখে এবং অনেক মানুষই হয়তো এর নাম শুনেছে।

জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া নিয়ে আজকে আমরা একটি আর্টিকেল আমাদের সাইটে প্রকাশ করতে যাচ্ছি এবং আমরা দেখাবো টিকটক সম্পর্কিত প্রায় সকল তথ্যাবলী আপনাদের সুবিধার্থে যেন আপনারা টিকটক সম্পর্কে ভালো ধারণা পান।

টিকটক কি?

 মূলত টিকটক হল একটি সোশ্যাল মিডিয়া। যেখানে আপনারা খুব সহজে আপনার করা ভিডিও শেয়ার করতে পারবেন। টিকটক কে অনেকেই ভিডিও শেয়ারিং এপ্লিকেশনও বলে থাকে। আপনি যদি আপনার ভিডিও শেয়ারিং করতে চান তাহলে আপনার জন্য উপযুক্ত একটি প্ল্যাটফর্ম হবে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটক।

জনপ্রিয়তার চুড়ায় পৌঁছানো টিকটক অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওকে এক নিমিষেই লাখো ব্যবহারকারী বা লোকজনের কাছে পৌঁছে দিতে পারবেন।

নিজের পাবলিসিটি বা প্রতিভা অন্যের মাঝে তুলে ধরার জন্য আপনারা চাইলে মোক্ষম একটি সুযোগ নিতে পারেন tiktok এর সাথে। টিকটক এর মাধ্যমে তৈরি কৃত ১০ থেকে ১৫ সেকেন্ডের ভিডিও আপনাকে জনপ্রিয়তার শিকড়ে নিয়ে যেতে পারে। তবে সেই ভিডিও তৈরি করতে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে এবং আপনার সেরাটা দিয়ে চেষ্টা করতে হবে।

জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া আপনি চাইলে যে কারো সাথে ভিডিও শেয়ারিং চ্যাটিং ইত্যাদি করতে পারবেন। আমরা অনেকেই নিজেকে তুলে ধরার জন্য মরিয়া হয়ে যাই। তো আগের দিনে আমরা দেখেছিলাম নিজেকে তুলে ধরার মতো ভালো কোনো মাধ্যম ছিল না। তথ্য প্রযুক্তির বিপ্লবের মাধ্যমে আমরা অনেক কিছু পেয়েছি যার মাধ্যমে নিজেকে তুলে ধরতে পারি সেই অনেক কিছু পাওয়ার মধ্যে টিকটক অন্যতম।

টিকটক সৃষ্টির ইতিহাস

২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া সোশ্যাল মিডিয়া টির মূল লক্ষ্য ছিল মানুষের মাঝে শর্ট ভিডিও শেয়ারিং এর জনপ্রিয়তা অর্জন করা। যা আজকে প্রায় পেয়েই গেছে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টি। ২০১৬ সালে ঝাং ইয়েমিং এর হাত ধরে টিক টক অ্যাপ্লিকেশনের যাত্রা শুরু হয়। যদিও টিকটক অ্যাপ্লিকেশনটির মূল প্রতিষ্ঠাতা ছিলেন বাইডেন্স করপোরেশন।

ঝাং ইয়েমিং টিকটক এর প্রতিষ্ঠাতা ছিলেন চিনের নাগরিক অর্থাৎ এ থেকে আমরা নিশ্চিত হতে পারি টিকটক চীনা দেশ থেকে প্রতিষ্ঠিত হয়েছে।

 অল্প কয়েক বছরের মধ্যেই আমরা টিকটকের সফলতা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছি। মাত্র ২০১৬ সালে প্রতিষ্ঠাতা লাভ করেই ২০২২ সালে এসে তাদের জনপ্রিয়তা প্রায় আকাশচুম্বি। যা আপনারা আপনাদের অবস্থান থেকেই বুঝতে পারছেন আশা করি।

বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১০০ টিরও বেশি দেশের ব্যবহার করা হচ্ছে চীনা নাগরিকের তৈরি কৃত এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার টিকটক। এশিয়া মহাদেশের সীমান পেরিয়ে এখন এই অ্যাপ্লিকেশনটি পারি জমিয়েছে আমেরিকার দিকে।

শুরুর দিকে টিকটক কে শর্ট ভিডিও শেয়ারিং এপ্লিকেশন হিসেবে প্রতিষ্ঠা করা হয় এবং প্রতিষ্ঠাতা গন চেয়েছিলেন tiktok এর মাধ্যমে মানুষ যেন তাদের সংক্ষিপ্ত ভিডিও গুলো অন্যান্য ব্যবহারকারীর কাছে খুব সহজে শেয়ার করতে পারে এবং তাদের ট্যালেন্ট বিশ্বজুড়ে দেখাতে পারে।

সর্বপ্রথম প্রায় ৩০ সেকেন্ডের মত ভিডিও আপলোড দেওয়া যত টিক টক কিন্তু এ নিয়ম তুলে নিয়ে বর্তমান সময়ে আপনারা যদি চান প্রায় ১৫ মিনিটের মত একটি ভিডিও tiktok এ আপলোড দিতে পারবেন যা টিক টক ব্যবহারকারীদের জন্য আসলে একটি সুসংবাদ।

এক নজরে টিকটক এর পরিচিতি! 

টিকটক আইডি কিভাবে খুলবো

আপনারা হয়তো ইতিমধ্যে tiktok অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনিও চাচ্ছেন আপনাকে তুলে ধরতে পুরো বিশ্বের মধ্যে। টিকটক ব্যবহার করতে গেলে অবশ্যই তাদের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে। তা না হলে আপনারা ভালো ফিচার উপভোগ করতে পারবেন না।

আপনি tiktok অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে সংগ্রহ করে নিবেন।  আশা করা যায় আপনারা এই কাজটি সহজে করতে পারবেন এবং পরবর্তী ধাপ টিকটক আইডি কিভাবে খুলবো এই ব্যাপারটি আমি পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি।

ধাপঃ-১  প্রথমে আপনি play store থেকে tiktok অ্যাপ্লিকেশনটি সংগ্রহ করার পর টিক টক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিচেরর মত একটি উইন্ডো দেখতে পারবেন।

এখানে একাউন্ট নামের একটি অপশন রয়েছে সে বাটনটিতে ক্লিক করে দেবেন। নিচে আমরা স্ক্রিনশটে মার্ক করে দিয়েছি।

ধাপঃ-২ তারপর নিচেরর মত একটি পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখানে আপনার লগইন নামে একটি বাটন দেখতে পারবেন তো আপনারা খুব সহজভাবে এই বাটনটিতে ক্লিক করে দিবেন।

ধাপঃ-৩ এবার আপনাদের মাঝে কিছু অপশন শো করা হবে। এখানে আপনি যেটি দিয়ে আপনার একাউন্ট খুলতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। এখানে প্রায় অনেক কয়েকটি মাধ্যম দেখিয়েছে যেমনঃ

ফেসবুকের মাধ্যমে।

মোবাইল নাম্বার  ইমেইল  বা ইউজার নেম এর মাধ্যমে।

গুগল একাউন্টের মাধ্যমে।

 টুইটারের মাধ্যমে।

VK এর মাধ্যমে।

তা আপনার এখান থেকে যেকোনো একটি মাধ্যম সিলেক্ট করে দিব। google এর মাধ্যমে খোলা খুবই সহজ তো আমি গুগল সিলেক্ট করে দিলাম আপনারা চাইলে এটি করতে পারেন।

ধাপঃ-৫  এবার আপনার মোবাইলে থাকা সবগুলো গুগল একাউন্ট এখানে শো করবে। আপনি যে অ্যাকাউন্টটি দিয়ে টিকটক খুলতে চাচ্ছে একাউন্টে সিলেক্ট করে দিন।

ধাপঃ-৬ এবার আপনি নতুন একটি পেজে আসবেন এবং এখানে আপনি আপনার বার্থডে দিবেন এবং Next বাটনে ক্লিক করে দিন।

ধাপঃ-৭  এবার আপনার ইউজার নেম সিলেক্ট করতে হবে। দেখতে পারবেন নিচে একটি ইন্টার বক্স রয়েছে। এখানে আপনি আপনার ইউজার নেম দিয়ে দিন। তারপর Sing Up বাটনে ক্লিক করলে আপনার একাউন্ট খোলা হয়ে যাবে।

এই ভাবেই মূলত টিকটক একাউন্ট খুলতে হয়। আমরা আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন। 

 টিকটক ভিডিও কিভাবে বানাবো

তো আপনারা টিকটক অ্যাপ্লিকেশন থেকে খুব সহজে টিকটক ভিডিও বানাতে পারবেন। আমরা আপনাদেরকে টিউটোরিয়াল হিসেবে tiktok ভিডিও কিভাবে বানাবো এই বিষয়টি শেয়ার করবো। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন তাহলে নিচ থেকে দেখে নিন।

ধাপঃ-১  প্রথমে আপনারা tiktok অ্যাপ্লিকেশনে প্রবেশ করুন এবং নিচে যে প্লাস আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করুন।

 ধাপঃ-২  এবার আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং আপনি যা কিছু ভিডিও করতে চান সেটি ১৫ সেকেন্ড ধরে বা ৬০ সেকেন্ড ধরে ভিডিও করুন। এখানে আপনার অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনারা চাইলে সে অপশন থেকে ভিডিওর সাথে অডিও সং লাগাতে পারবেন।

ধাপঃ-৩  এরপর আপনারা ভিডিওটি কমপ্লিট করবেন এবং আপনাকে পরবর্তী একটি পেজে নিয়ে আসা হবে। এখানেও আপনারা প্রায় অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি আপনার ভিডিওটি চাইলে এডিট করতে পারবেন। ক্রোপ করতে পারবেন আর নানা রকম ভিডিও ইফেক্ট করতে পারবেন। সবকিছুই প্রায় এখান থেকে করতে পারবেন। তো সবকিছু করা হয়ে গেলে আপনার নেক্সট বাটনটিতে ক্লিক করে দিন।

ধাপঃ-৪  এবার আপনাকে পোস্ট করার মেইন পেজে নিয়ে আসা হবে। এখানে আপনি আপনার হ্যাসটেক আপনার ভিডিওর টাইটেল ইত্যাদি দিন। তারপর নিচে আপনারা দেখতে পারবেন পোস্ট নামের একটি অপশন রয়েছে। সেখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলেই আপনারা আপনাদের ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করতে পারবেন এবং আপনার ভিডিওটি পোস্ট করা হয়ে যাবে।

ছবি দিয়ে কিভাবে টিকটক বানাবো 

বর্তমান সময় ছবি দিয়ে টিকটক কা ভিডিও বানানো একটি ট্রেন্ডিং বিষয়।  আপনি যদি ট্রেন্ডিং ভিডিও তে অংশগ্রহণ করতে চান তাহলে আপনি tiktok অ্যাপ্লিকেশন থেকেই এই ছবি দিয়ে ভিডিও বানাতে পারবেন। 

তবে আপনি যদি রেনডমলি ছবি দিয়ে নানা রকম ইফেক্ট করে ভিডিও বানাতে চান তাহলে আপনাকে একটি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। আর সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো Cup cut. তো আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে খোঁজাখুঁজি করে সংগ্রহ করতে পারেন শুধু সার্চ করলেই পেয়ে যাবেন।

টিকটক লেখা ভিডিও কিভাবে বানাবো

টিকটকে যদি আপনার লেখা ভিডিও বানাতে চান তাহলে কিন্তু আপনাকে সেই উপরের যে একটি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলেছি সে অ্যাপ্লিকেশনটি সাহায্য নিতে হবে। আপনারা চাইলে এখান থেকে আপনার ভিডিওতে নানা রকম টেক্সট আর টাইপ করতে পারবেন। এই বিষয়টি খুবই সহজ আপনার অ্যাপ্লিকেশন ওপেন করলেই দেখতে পাবেন।

 টিকটক থেকে টাকা ইনকাম

আপনারা জেনে খুশি হবেন টিকটক অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিজেকে পুরো বিশ্বের মাঝে তুলে ধরার পাশাপাশি আপনারা চাইলে টিকটক থেকে ইনকাম করতে পারবেন। বর্তমান সময়ে অনলাইন ইনকাম খুবই জনপ্রিয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আর আমাদের মাঝে হয়তো অনেক মানুষ এই আছে যারা অনলাইন ইনকামের সাথে সম্পৃক্ত এবং অনলাইন ইনকাম সম্পর্কে কিছু জানি। তো অনলাইন ইনকামের একটি মাধ্যম হলো টিকটক থেকে টাকা ইনকাম।

আপনারা যে কেউ চাইলে টিকটক থেকে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন কোনরকম ঝামেলা ছাড়াই। tiktok অ্যাপ্লিকেশন আপনাদের জন্য এই সুযোগ সুবিধাটি করে দিয়েছে। যেন তাদের ব্যবহারকারীরা টিকটক থেকে ভালো পরিমানে উপার্জন করতে পারে।

আপনি যদি টিকটক ব্যবহার করে  থাকেন তাহলে আপনারা টিকটকের এই সুযোগটি ব্যবহার করে বা কাজে লাগিয়ে ভালো মানের ইনকাম করতে পারবেন। 

টিকটক থেকে উপার্জন করতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং  ভালোমতো স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে আজকে আমি আপনাদেরকে খুব সহজে টিকটক থেকে টাকা ইনকাম করার পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা দেবো এবং আপনাদের মাঝে পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করব।

টিকটক থেকে আপনারা মূলত দুইটি উপায়ে উপার্জন করতে পারবেন যেমনঃ

  • টিকটক অ্যাপ্লিকেশন থেকে উপার্জন। 
  • টিকটক অডিয়েন্সের মাধ্যমে উপার্জন। 

টিকটক অ্যাপ্লিকেশন থেকে উপার্জন

টিকটক এপ্লিকেশন থেকে উপার্জনের কিছু নিয়ম কানুন আছে যা আপনাকে অবশ্যই মানতে হবে এবং এখানে আপনার যদি সকল নিয়ম কানুন মেনে চলতে পারেন তাহলে খুব সহজে উপার্জন করতে পারবেন। আর এখান থেকে আপনারা যে উপার্জিত অর্থ পাবেন সেটি আপনাকে tiktok সরাসরি দিয়ে থাকবে অর্থাৎ অ্যাপ্লিকেশন থেকে যা উপার্জন করবেন তার টাকাটা আপনারা সরাসরি tiktok এর কাছ থেকে পাবেন।

এখানে আপনার প্রশ্ন হতে পারে সবাই কি টিক টক অ্যাপ্লিকেশন থেকে উপার্জন করতে পারবেন? হ্যাঁ আপনি যদি tiktok এর সকল নীতিমালা গুলো মেনে চলেন তাহলে অবশ্যই আপনারা টিকটক থেকে যে কেউ উপার্জন করতে পারবেন।

তাহলে টিকটকের নীতিমালা গুলো কি কি চলুন দেখিঃ

  • আপনার আইডিতে প্রায় এক মিলিয়ন ফলোয়ার থাকা লাগবে।
  • আপনার কনটেন্ট গুলোতে প্রতিনিয়ত ভালো মানের ভিউ থাকতে হবে।
  • আপনার  তৈরি কৃত কনটেন্ট গুলো ভালো মানের হতে হবে। 
  • পরবর্তীতে আপনি তাদের সকল নীতিমালা গুলো মানার পর আপনাকে রিভিউ করা হবে এবং আপনি যদি রিভিউ  ভালো পারফরম্যান্স করেন তাহলে আপনাকে এই টাকা উপার্জন করার পদ্ধতি তৈরি করে দিবে।

 আমরা এখন যে উপায়টি নিয়ে কথা বললাম উপরের যে নীতিমালা গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম এ থেকে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন এই মেথডে আপনি যদি উপার্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে মেইল ফোকাস দিতে হবে tiktok এর কন্টেন্টের উপরে।

অর্থাৎ আপনাকে ইউনিক এবং মানুষ পছন্দ করে এমন কনটেন্ট তৈরি করতে হবে। তাহলে বুঝতেই পারছেন আপনাকে কি কাজ করতে হবে অর্থাৎ আপনি আপনার মেইন ফোকাস আপনার কনটেন্ট এর উপরে দিতে পারেন এবং এখান থেকে খুব সহজে উপার্জন করতে পারেন।

টিকটক অডিয়েন্সের মাধ্যমে উপার্জন

এই মাধ্যমটি খুবই জনপ্রিয় এবং বর্তমান সময়ে খুবই আলোড়ন সৃষ্টিকারীএকটি মাধ্যম। যার মাধ্যমে আপনারা চাইলে নিমিষেই টাকা উপার্জন করতে পারবেন। তো সর্বপ্রথম টাকা উপার্জন করার জন্য আপনার যে জিনিসটি লাগবে সেটি হল আপনার ভালো মানের অডিয়েন্স অর্থাৎ আপনার অডিয়েন্সের পরিমাণ যদি ভালোমানের হয়ে থাকে কয়েক মিলিয়ন তাহলে কিন্তু আপনি আপনার অডিয়েন্সকে কাজে লাগিয়ে অনেক উপায় উপার্জন করতে পারবেন।

কয়কেটি উপায় নিচে দেওয়া হলো!

  • কোন প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে।
  • কোন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ  বা tiktok  account প্রমোশনের এর মাধ্যমে।
  • টিকটক অ্যাকাউন্টি সেল করা মাধ্যমে। 

১. যখন আপনারা ভালো পরিমাণের অডিয়েন্স এর মালিক হয়ে যাবেন তখন আর কিছু পণ্য বিক্রেতা আপনার টিকটক একাউন্ট থেকে বিজ্ঞাপনের মাধ্যমে হিসেবে ধরে নিবে এবং তারা আপনাকে তাদের প্রোডাক্ট প্রমোট করার মাধ্যমে অর্থ প্রেরণ করবে। বর্তমান সময়ে এই মাধ্যমে উপার্জন করা খুবই সহজ এবং চমৎকার একটি পদ্ধতি। আপনার যদি ভালো পরিমানের অডিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।

২. আপনি যেমন আপনার টিকটক একাউন্টে ভালো পরিমাণের অডিয়েন্স বা ফলোয়ার চাই। সেরকম কিন্তু অনেকে আছে যারা তাদের অ্যাকাউন্ট দিতে ভালো পরিমাণে অডিয়েন্স পেতে চায়। যখন আপনার অ্যাকাউন্ট টিতে ভালো পরিমাণের অডিয়েন্স হয়ে থাকবে তখন কিছু মানুষ যারা তাদের নিজের আইডি প্রোমোট করতে চাইবে। তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনারা তাদের আইডি প্রমোট করার মাধ্যমে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে উপার্জন করতে পারে।

৩. অনেক মানুষ আছে যারা ভালো পরিমাণের অডিয়েন্স বা ফলোয়ার প্রাপ্ত অ্যাকাউন্ট কিনতে চায়। আপনি যদি ভালো পরিমানের অডিয়েন্স আপনার একাউন্টে আনতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই অ্যাকাউন্টটি সেল করে দেওয়ার মাধ্যমেও উপার্জন করতে পারবেন। এতে করে আপনারা ভালো পরিমানের অর্থ পেতে পারেন আপনার একাউন্টে ফলোয়ারের পরিমাণের উপর ভিত্তি করে। অ্যাকাউন্ট সেল করার জন্য আপনারা নানা রকম ফেসবুক গ্রুপ ফলো করতে পারেন। যেখানে প্রতিনিয়ত tiktok account কেনাবেচা হয়ে থাকে।

 টিকটক রেফার থেকে টাকা ইনকাম

টিকটক রেফার থেকে টাকা ইনকাম করা এক সময় খুবই সহজ পদ্ধতি ছিল এবং যে কেউ তাদের বন্ধু বান্ধব কে টিকটক  এপ্লিকেশনে রেফার করে উপার্জন করতে পারতো ২০২১ সালের দিকে এই পদ্ধতিটি খুবই জনপ্রিয় ছিল এবং আমি নিজেও কয়েকটি বন্ধুবান্ধবকে tiktok অ্যাপ্লিকেশনের রেফার করার মাধ্যমে ভালো পরিমাণের অর্থ উপার্জন করতে পেরেছিলাম।

আপনারা জেনে দুঃখিত হবেন যে বর্তমান সময়ে রেফার অপশনটি টিকটক কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে অর্থাৎ আপনার রেফার করতে পারবেন কিন্তু রেফার করার মাধ্যমে উপার্জন করতে পারবেন না।  

মূলত একটি প্রতিষ্ঠান রেফার সিস্টেম চালু করে তখন যখন তাদের প্রতিষ্ঠানটির পরিসর বাড়াতে হয় তো ঠিকঠাক প্রতিষ্ঠানটি তাদের প্রচার-প্রচারণা এবং তাদের পরিধি করার জন্য রেফার কার্যক্রমটি হাতে নিয়েছিল পরবর্তীতে একটি সময় এসে তারা এটি স্থগিত ঘোষণা করে দিয়েছে।

কিভাবে টিকটক ভিডিও ভাইরাল করবো / টিকটকে ভাইরাল হওয়ার উপায়

বর্তমানে সময়ে আমরা সবাই চাই নিজেকে ভাইরাল করতে  প্রতিনিয়ত আমরা নানা রকম কাজ করে থাকি। নিজেকে ভাইরাল করার জন্য যেমন নানা মিডিয়ার উপর কন্টেন্ট তৈরি করি। সেটি হোক tiktok বা facebook বা youtube. এখনো আলোচনা করব কিভাবে টিকটক ভিডিও ভাইরাল করবো তা নিয়ে। আপনারা হয়তো ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট খুলেছেন এবং আপনার মনে হয়তো আশা জেগেছে নিজেকে ভাইরাল করার তো নিচে কিছু পদক্ষেপ করা হল যা গ্রহণ করে আপনারা ভাইরাল হতে পারেন।

টিকটকে ভাইরাল হওয়ার উপায়

১. প্রতিনিয়ত ভিডিও পাবলিশ করা

আপনি যদি tiktok এ অল্প সময়ে ভাইরাল হতে চান তাহলে আপনাকে এই পদক্ষেপটি খুব ভালোভাবে মানতে হবে।  প্রতিনিয়ত চেষ্টা করতে হবে আপনার একাউন্টে ভিডিও পাবলিশ করার জন্য। আপনারা একটি নির্দিষ্ট সময় বেছে নিতে পারেন। ধরুন আপনি শুধু সন্ধ্যায় ভিডিও আপলোড বা পাবলিশ করলেন অর্থাৎ একটি দিনের এমন একটি নির্দিষ্ট সময় বেছে নিন যে সময়ে ব্যাবহার কারী রা বেশি উপস্থিত হয়। তাহলে কিন্তু মুহূর্তের মধ্যেই আপনার tiktok ভিডিও ভাইরাল হতে পারে।

২. নিজের প্রোফাইল আপডেট করা 

প্রতিনিয়ত চেষ্টা করবেন আপনার প্রোফাইল কে আপডেট রাখার। আপনার প্রোফাইল তৈরি করার পর নিশ্চয়ই আপনারা কভার ফটো এবং প্রোফাইল পিকচার  আপডেট করেছেন। আপনি চেষ্টা করবেন যেন আপনার প্রোফাইলটি সব সময় আপডেট থাকে। আপনার প্রতিনিয়ত চেষ্টা করবেন আপনারা প্রোফাইল পিক যেন ভালোভাবে এডিট করা থাকে।

৩.টিকটকের ভাইরাল গানের সাথে ভিডিও পাবলিশ করা

আপনারা যদি নিয়মিত টিকটক ব্যবহার কারী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে প্রতিনিয়ত টিকটকে নানা রকম গান ভাইরাল হয়ে থাকে। তো আপনি যদি কোন ভিডিও পাবলিশ করেন তখন সেই ভাইরাল গান কে আপনি আপনার ভিডিওর সাথে এডজাস্ট করে নিতে পারেন। এতে করে আপনার ভিডিওটি খুব সহজে ভাইরাল হয়ে যাবে।

৪.টিকটক গেম এর সাথে ভিডিও পাবলিশ 

tiktok এ প্রতিনিয়ত নানা রকম গেম পাবলিশ করা হয় tiktok কোম্পানি থেকে। তো আপনারা চেষ্টা করবেন সেই গেম গুলোর সাথে আপনার ভিডিও পাবলিশ করার। এরকম একটা অবস্থায় দেখা যাবে আপনি যদি প্রতিনিয়ত তাদের সাথে ভিডিও পাবলিশ করেন তাহলে আপনার টিকটক ভিডিওটি ফর ইউ তে যাবে এবং ভাইরাল হয়ে যাবে।

৫. ভালো মানের কন্টেন্ট পাবলিশ করা

বর্তমান সময়ে আপনারা দেখে থাকবেন tiktok এ নানা রকম কন্টেন্ট পাবলিশ করা হয়। আপনি যখন একটি কন্টেন্ট পাবলিশ করবেন তখন অন্যদের কনটেন্ট গুলোর থেকে ভালো মানের কন্টেন্ট তৈরি করে সেটি পাবলিশ করার চেষ্টা করবেন। আপনি একটি বিষয় লক্ষ্য করুন মানুষ কিন্তু ভালো যেটি সেটি কিন্তু গ্রহণ করবে। অতএব এই বিষয়টি লক্ষ্য রাখবেন। আপনার কনটেন্ট এর ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি হাই রাখার চেষ্টা করবেন।

৬. পোস্ট রিলেটেড হ্যাশটেক ব্যবহার করুন 

যখন আপনারা একটি পোস্ট করবেন তখন পোস্ট রিলেটেড হ্যাশটেক ব্যবহার করবেন। এতে করে আপনার ভিডিওটিতে ফর ইউ তে যেতে বেশি সময় লাগবে না। আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়ার হ্যাশটেক খুবই জনপ্রিয় একটি ভিডিও ভাইরাল করার উপায়। তাই চেষ্টা করবেন আপনার কন্টেন্ট টা বা ভিডিও রিলেটেড হ্যাসট্যাগ দিতে।

টিকটক ফলোয়ার বাড়ানোর উপায়

আপনি যখন ভাইরাল হয়ে যাবেন তখন কিন্তু আপনার একাউন্টে স্বয়ংক্রি’য়ভাবে ফলোয়ার চলে আসবে। তো টিকটকে এ ফলোয়ার বাড়ানোর উপায় হলো এটি আগে আপনার ভিডিওকে ভাইরাল করতে হবে। তো ভিডিও ভাইরাল করার প্রত্যেকটি স্টেপ আমরা উপরে আলোচনা করে নিয়েছি। তো টিকটকে ফলোয়ার বাড়ানোর আরো একটি উপায়ে রয়েছে যদি আপনার আইডিয়া টি কাজে লাগাতে চান তাহলে কিন্তু এখানেও ভালো ফলোয়ার পেতে পারেন আপনার টিকটক একাউন্টে।

উপায়টি হলো আপনি tiktok এ অনেকগুলো সেলিব্রেটির একাউন্ট দেখতে পারবেন। আপনার কাজটি হলো সেলিব্রেটির অ্যাকাউন্টের যে কনটেন্ট গুলো রয়েছে সেগুলোতে অনেকে কমেন্ট করে। সেই কমেন্টটা করা অ্যাকাউন্টগুলোকে আপনারা গণহারে ফলো দিয়ে আসবেন। পরবর্তীতে দেখতে পারবেন আপনারা ফলো ব্যাক পাচ্ছেন আপনি যাকে ফলো করছেন সেও আপনাকে ফলো করছে। তো এভাবেই tiktok অ্যাকাউন্টে ফলোয়ার বাড়ানো যায়।

বাংলাদেশের সবচেয়ে বড় টিকটকার কে

বাংলাদেশের সবচেয়ে বড় টিকটক আর কি আপনার মনে যদি এরকম কোন প্রশ্ন ঘুরে থাকে তাহলে আজকে আপনি এটি সমাধান পেতে যাচ্ছেন।

বাংলাদেশের সবচেয়ে বড় টিকটকার হলো সামিমা আফরিন অমি। তাকে প্রায় ৯.৮ মিলিয়ন লোক ফলো করে। ৩৩৩.১ মিলিয়ন লাইক রয়েছে তার আইডিতে এবং প্রায় পাঁচ হাজারের মতো ভিডিও তিনি তার টিকটক একাউন্টে আপলোড করেছেন।

 তো প্রতিনিয়ত আর সোশ্যাল মিডিয়া নানা রকম তথ্য এটি এখনকার জন্য প্রযোজ্য।

> টিকটক নিয়ে বারবার জিজ্ঞেস করা কিছু প্রশ্নের উত্তর <

১.টিকটক কত ফলোয়ার কেমন আয়?

টিকটকে এমন কোন পদ্ধতির নেই যেখানে আপনারা ফলোয়ার অনুযায়ী টাকা পাবেন অর্থাৎ এটি একটি ভুল প্রশ্ন।

২.টিকটক কেন টাকা দিচ্ছে?

টিকটক তাদের ভালো কনটেন্ট নির্মাতাদের থেকে ভালো কনটেন্ট এর জন্য টাকা দিয়ে থাকে।

৩.বিশ্বের সবচেয়ে বড় টিকটকার কে?

বিশ্বের সবচেয়ে বড় টিকটক আর হল চার্লি ডি’আমেলিও।

৪.টিকটক রেফার থেকে টাকা ইনকাম?

টিকটক থেকে রেফার করার মাধ্যমে উপার্জন করা বর্তমানে একটা কোম্পানি বন্ধ করে দিয়েছে।

৫.টিকটকে কত লাইক কত টাকা?

প্রথম প্রশ্নটি নিয়ে এটিও একটি ভুল প্রশ্ন কেননা টিকটক লাইক অনুযায়ী কোন রকম পেমেন্ট করে না।

শেষ কথা!

 আজকে আমরা tiktok সম্পর্কে প্রায় অনেকগুলো আলোচনা করলাম আশা করি আপনারা সবাই আমাদের আলোচনা গুলো মনোযোগ সহকারে শুনেছেন। যদি কোন কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন আমরা বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।

তো আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো আর্টিকেল নিয়ে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ওয়েবসাইটটির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।